
বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে কোন কর্মসূচিতে অংশ নিচ্ছেন না কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি। তাৎপর্যপূর্ণ সফরে আমীর এখন ঢাকায়। ৩ দেশ সফরের অংশ হিসেবে সোমবার বিকেলে বিশেষ ফ্লাইটে বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমীরকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট সাহাবুদ্দিন। এ সময় রাজসিক আয়োজনে তাকে বরণ করা হয়। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর যৌথ আমন্ত্রণে আসা আমীরের সঙ্গে রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে কাল। তাছাড়া বঙ্গভবনে আমীরের সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন হচ্ছে। সেখানে আমীর, তাঁর সফরসঙ্গী এবং গুরুত্বপূর্ণ দেশি-বিদেশি অতিথিদের অংশ নেয়ার কথা।
কূটনৈতিক সূত্র বলছে, প্রস্তাবিত অনেক কর্মসূচীতে সাজানো হয়েছিলো আমীরের সফরটি। কিন্তু না, বঙ্গভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরের সব কর্মসূচী বাতিল করেই ম্যানিলা থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে চড়েন আমীর। এর কারণ চলমান হিট ওয়েব, নিরাপত্তা না সময় স্বল্পতা? তা পরিস্কার হয়নি।








