- রংপুর ব্যুরো
- ১৮ জুন ২০২১
আট দিন ধরে নিখোঁজ ছিলেন ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। অবশেষে শুক্রবার জুমার নামাজের আগে দেখা মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত এই বক্তার। তবে তিনি খুবই অসুস্থ ও ক্লান্ত বলে জানিয়েন তার মা আজেদা বেগম।
শুক্রবার ইসলামী বক্তা আদনানের মা আজেদা বেগমের সাথে আলাপকালে তিনি নয়া দিগন্তকে এ কথা জানান।
আদনানের বলেন, ‘আমার ছেলে খুবই অসুস্থ ও ক্লান্ত। সে ফিরে এসেছে জন্য আল্লাহর প্রশংসা করছি। মিডিয়া এবং দেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। তবে পুলিশের কাছ থেকে ফিরে না আসা পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না।’
তিনি আরো বলেন, ‘আমি চাই কোনোভাবেই যেন আমার ছেলে হয়রানির শিকার না হয়।’
আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের শ্যালক নয়া দিগন্তকে বলেন, ‘দুলাভাই যখন বাড়ি ফিরে তখন খুবই বিধ্বস্ত ছিল। এসে জামা-কাপড় পরিবর্তন করার পর আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম। এ সময়ই পুলিশ আসে। তিনি শুধু পানি খেয়ে পুলিশের সাথে চলে গেছেন। তবে তার শরীরের অবস্থা ভালো না। এত দিন তিনি কোথায় ছিলেন। কারা তাকে রংপুর রেখে গেলো এ বিষয়ে কিছুই আলোচনা করতে পারেননি আমার সাথে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ জুন) রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার পর রাজধানীর গাবতলী থেকে নিখোঁজ হন আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার সফর সঙ্গীরা। এর পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করে তার পরিবার।