আবারো হেরে গেল পিএসজি

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৫
আবারো হেরে গেল পিএসজি – ছবি : সংগৃহীত

হেরেই চলছে পিএসজি, আবারো হোঁচট খেলো ফরাসি চ্যাম্পিয়নরা। মেসি-এমবাপ্পে ছিলেন না, শুরুর একাদশে ছিলেন না রামোসও। বিপরীতে থেকেও দলকে রক্ষা করতে পারেননি নেইমার। মোনাকোর কাছে গতরাতে ১-৩ গোলে হেরে গেছে পিএসজি।

ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য ধরে রেখে খেলতে থাকে মোনাকো, গোলও পেয়ে যায় ম্যাচের শুরুতেই। চতুর্থ মিনিটেই গোল করে দলকে প্রথম উপলক্ষ এনে দেন আলেকসান্দর গোলোভিন। উইসাম বেন ইয়েদেরের দারুণ পাসে বল পিএসজির জালে জড়ান গোলোভিন।

দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি মোনাকোর, ম্যাচের ১৮তম মিনিটেই দ্বিতীয় গোল তুলে নেয় তারা। এবার গোল করেন উইসাম বেন ইয়েদেরে নিজেই। ফলে ২-০ গোলে এগিয়ে যায় মোনাকো। প্রথমার্ধের বিরতিতে যাবার ঠিক আগ মুহূর্তে, অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটিও পেয়ে যায় মোনাকো, গোলদাতা সেই উইসাম বেন ইয়েদেরে।

তবে এরই মাঝে প্রথম ও ম্যাচের একমাত্র গোলের দেখা পেয়ে যায় পিএসজি, প্রথমবারের মতো মোনাকোর রক্ষণ ভাঙতে সক্ষম হয় নেইমাররা৷ হুয়ান বেরনাতের পাস থেকে ৩৯ তম মিনিটে গোল করেন পিএসজি মিডফিল্ডার ওয়ারেন জায়ার-এমেরি। ফলে ৩-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

বিরতির পরও পিএসজি ছন্দ খুঁজে পায়নি, পায়নি ম্যাচের নিয়ন্ত্রণ। বরং একটু পর পর পিএসজির রক্ষণ কাঁপিয়ে দিচ্ছিল মোনাকোর আক্রমণ। একের পর এক পরিবর্তন এনেও ম্যাচের গতিপথ বদলাতে পারেনি পিএসকি, গালতিয়ে, রামোস, আশরাফ হাকিমি এসেও কাজের কাজ হয়নি। যদিও আর গোল হজম করেনি, তবে নিজেরাও আর গোল দিতে পারেনি। ফলে ৩-১ গোলে হার নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও খেলায় বেশ ছন্দ ছিল মোনাকোর। পিএসজির গোলনুখে ১৯টি শট নিয়েছে তারা। সেই সাথে বিশ্বকাপের পর টানা আট ম্যাচে অপরাজিত থাকলো মোনাকো। বিপরীতে বিশ্বকাপের পর চেনা ছন্দ যেন খুঁজে পাচ্ছে না পিএসজি, শেষ ৮ ম্যাচে এইটি তাদের তৃতীয় হার।