আফ্রিদির বিষাক্ত ইয়র্কারে হাসপাতালে গুরবাজ

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১৯ অক্টোবর ২০২২, ১৯:১১, আপডেট: ১৯ অক্টোবর ২০২২, ১৯:১৪
আফ্রিদির ইয়র্কারে হাসপাতালে গুরবাজ – ছবি : সংগৃহীত

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বুধবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি ওয়ার্মআপ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে পাক-বোলার শাহিন আফ্রিদির বলে পায়ে চোট পেয়েছেন আফগান ওপেনার রহমাতুল্লাহ গুরবাজ। চোট এতটাই গুরুতর যে সতীর্থদের কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। পরে চিকিৎসার জন্য গুরবাজকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ম্যাচের শুরুতে বল করতে আসেন আফ্রিদি এবং প্রথম বলটাই দুর্দান্ত ইয়র্কার দেন তিনি। তার ইয়র্কারে পরাস্ত হয়ে আউট হয়ে যান গুরবাজ। তবে সেখান থেকে নিজে নিজে মাঠ ত্যাগ করতে পারেননি তিনি। সতীর্থদের কাঁধে ভর করে প্যাভেলিয়নে যেতে হয় তাকে।

এই ঘটনায় ম্যাচের শেষে আফগান ড্রেসিংরুমে গিয়ে গুরবাজের খোঁজখবর নিয়েছেন শাহিন আফ্রিদি ও পাক-অধিনায়ক বাবর আজম। সূত্র জানায়, অবস্থা গুরুতর হওয়ায় গুরবাজকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ওয়ার্মআপ ম্যাচটি শেষ হওয়ার আগেই বৃষ্টিতে ভেসে গেছে।

 

সূত্র : জিও নিউজ