আফগান নারী এমপির কাছে ক্ষমা চাইল ভারত

আফগানিস্তানের ফারইয়াব প্রদেশের ওলেসি এলাকা থেকে ১১ বছর ধরে পার্লামেন্ট মেম্বার হিসেবে রয়েছেন রঙ্গিনা কারগার। তালেবান দেশটির নিয়ন্ত্রণ নিলে গত ২০ আগস্ট তুরস্ক থেকে ভারতে আসেন তিনি। পরে দুই ঘণ্টার ব্যবধানে নয়াদিল্লি থেকে আবারো তাকে ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়।

s jaishankar rangina kargarভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও রঙ্গিনা কারগার, ফাইল ছবি

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আফগান কেন্দ্রীয় আইন সভার সদস্য ৩৬ বছর বয়সী রঙ্গিনা কূটনৈতিক পাসপোর্ট বহন করছেন। সেটি দেখিয়ে আগে অনেকবার ভারতে আসলেও এবার তাকে বিমানবন্দরেই আটকে দেয়া হয়েছে। তিনি আশ্রয়ের জন্য নয়াদিল্লি এসেছিলেন।

 

victory of talibanকাবুলে তালেবান যোদ্ধারা, ফাইল ছবি

ওই ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগান জঙ্গিরা নকল পাসপোর্ট নিয়ে দিল্লিতে প্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছে গোয়েন্দারা। সে কারণে এমন ভুল হয়েছে। এখন আপৎকালীন ভিসার জন্য রঙ্গিনাকে দ্রুত আবেদন করতে হবে।

গত জুলাই থেকে রঙ্গিনা, তার স্বামী ও ৪ সন্তান ইস্তাম্বুলে অবস্থান করছেন। এরইমধ্যে প্রথম আফগান শিখ এমপি আনারকলি কৌর হোনারইয়ার ও শিখ এমপি নরিন্দর সিং খালসা ভারতীয় বিমানে দিল্লি পৌঁছেছেন।