আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে: দুলু

logo

নাটোর প্রতিনিধি

(১৪ ঘন্টা আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৩৮ অপরাহ্ন

mzamin

facebook sharing button

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী  অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার  বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। একটি জাতির উন্নতির মূল চাবিকাঠি হলো শিক্ষা। কোনো দেশকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। সেই আলোকে শেখ হাসিনা ভারতের নির্দেশনায় বাংলাদেশের কোমলমতি ছেলেমেয়েদের সাথে প্রতারণা করে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। দুলু বলেন, পাকিস্থানী সেনারা যেমন ১৯৭১ সালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল, ঠিক তেমন করেই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিএনপির  আমলে দেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের সময়ে এমন পরিস্থিতি হয়েছে যে, সাদা খাতা জমা দিলেও শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে আর একটু লিখলেই গোল্ডেন ফাইভ দেয়া হতো।

নতুন প্রজন্মের উদ্দেশে দুলু আহ্বান জানান মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে এবং কলম হাতে নিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মঙ্গলবার দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ রিফাত মাহমুদকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।  জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য মোঃ নাসিম উদ্দিন নাসিম, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ এবং নবনির্বাচিত কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ ও তার পিতা অধ্যক্ষ রাফিকুল ইসলাম ।
সংবর্ধনা সভায় দুলু আরও বলেন, সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি সেই বিষয়টি মাথায় রেখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। ৩১ দফা কর্মসূচিতে আগামী দিনের বিশ্বমানের শিক্ষার সকল দিকনির্দেশনা রয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা কর্মসূচির মধ্য দিয়েই শিক্ষিত ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here