আওয়ামী লীগ সরকারের পতন বিএনপির মূল দাবি হওয়া উচিত: গয়েশ্বর

Transparent Newspaper Clipping Clipart - Prothom Alo Logo ...

বিশেষ প্রতিনিধি

ঢাকা

দেশের রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে গয়েশ্বর বলেন, ‘এখন আমাদের মুখ্য দাবি হওয়া দরকার, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে এই সরকারকে প্রত্যাহার করতে হবে, এই সরকারকে সরাতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এখন অপরিহার্য।

চলমান গণতান্ত্রিক লড়াইয়ে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান গয়েশ্বর। তিনি বলেন, ‘গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকারীদের রুখে দাঁড়ান।’

১৯৭১ সালে শান্তি কমিটি গঠন করা হয়েছিল উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘এখন আওয়ামী লীগও শান্তি কমিটি করছে। যেদিন বিএনপি কর্মসূচি দেয়, সেদিন এ শান্তি কমিটিও কর্মসূচি দেয়। কোনো কমিটি এ সরকারকে রক্ষা করতে পারবে না।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক নয় বলে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, ‘আজকে সবাইকে বুঝতে হবে, এই সরকার জাতীয়তাবাদী নয়, দেশপ্রেমিক নয়, গণতান্ত্রিক নয়। যার কারণে জনগণের কথা তারা তোয়াক্কা করে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক এ জেড এম জাহিদ হোসেন। সমাবেশ পরিচালনা করেন পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী।