‘আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা তারা নিজেদেরকে দেশের মালিক মনে করে’

বুধবার আগস্ট ২৩, ২০২৩ ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার আগস্ট ২৩, ২০২৩ ০৩:৩০ অপরাহ্ন
‘আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা তারা নিজেদেরকে দেশের মালিক মনে করে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা তারা নিজেদেরকে দেশের মালিক মনে করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) “সাংবিধানিক মৌলিক ও মানবাধিকার সুরক্ষা” শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গণঅধিকার পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশের বর্তমান সংবিধান আওয়ামী লীগের নিজের স্বার্থে তৈরি করা মন্তব্য করে ফখরুল বলেন, ‘এটা দলের জন্য। এই সংবিধানকে কেটে এক তৃতীয়াংশ করেছে তারা একজন ব্যক্তির জন্য এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না। এটা নাকি কোনো দিনই পরিবর্তন করা যাবে না। সংবিধান তো মানুষের জন্য! সেই মানুষের সংবিধান তারা নষ্ট করে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘আমার সব সময় মনে হয়, আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা যেটা—তারা নিজেদেরকে এই দেশের মালিক মনে করে। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে বড় রকমের ঝাঁকুনি দরকার। বড় রকমের যুদ্ধ-সংগ্রাম দরকার। এই সংগ্রাম-যুদ্ধে আমরা আছি।’

আওয়ামী লীগ মানেই সন্ত্রাসী কালচার মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে পত্রিকায় লিখেছে, আমার মতো জঘন্য মিথ্যাবাদী নাকি আর নাই। আমি নাম বলতে চাই না। আমরা তো রাজনৈতিক রুচিশীলতার মধ্য দিয়ে বড় হয়েছি। তারা যে ভাষায় কথা বলে আমরা তো সেই ভাষায় কথা বলতে অভ্যস্ত নই। ওনারা (আওয়ামী লীগ নেতা) নাম ধরে গালিগালাজ করেন।’

‘আপনি গ্রামের চায়ের দোকানে যাবেন। কেমন করে বুঝবেন কোন লোকটা আওয়ামী লীগ করে, কোন লোকটা করে না? যে ব্যক্তি সবচেয়ে বেশি টেবিল চাপড়াচ্ছে, জোরে কথা বলছে, অন্যকে গালি দিচ্ছে—আপনি নিশ্চিত থাকবেন সেই লোকটা আওয়ামী লীগ,’ বলেন ফখরুল।

‘আওয়ামী লীগ’ শব্দটা এখন গালিতে পরিণত হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।