- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মে ২০২৩, ০৬:০৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল ফাইনালে থাকছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আমন্ত্রণ পেলেও আইপিএল ফাইনাল দেখতে ভারত যাওয়া হচ্ছে না বিসিবি সভাপতির। ব্যক্তিগত কারণেই ভারত সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ফলে একই দিনে এশিয়া কাপ ইস্যুতে বসতে যাওয়া আলোচনা সভাতেও থাকা হচ্ছে না পাপনের।
আজ (২৮ মে) আহমেদাবাদ নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে এবারের আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে মুখোমুখি হবে চেন্নাই ও গুজরাত। শিরোপা নির্ধারণী এই ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছিলেন বিসিবি সভাপতি। যেখানে বিসিসিআই আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বোর্ড প্রধানকেও।
আর একই দিনে সিদ্ধান্ত আসার কথা এশিয়ার কাপের ভাগ্য নিয়ে। ফাইনালের আগে এশিয়া কাপ নিয়ে নিজেদের মধ্যে বৈঠক হবার কথা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই সভাতে থাকছেন না নাজমুল হাসান পাপন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আমি যদি নাও যেতে পারি। তবে তাদের সাথে যোগাযোগ থাকবে।’
তবে সব শঙ্কা থেকে বের হয়ে এশিয়া কাপ আয়োজন হবে বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমার জানামতে এশিয়া কাপ হবে। না হবার কোনো কারণ বা সুযোগ দেখি না। কোথায় হবে, সে আলোচনা মোটামুটি সংক্ষিপ্ত হয়ে গেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আমার জানামতে আইপিএলের পরপরই চূড়ান্ত হবে। যতক্ষণ এসিসি ঘোষণা না করছে, ততক্ষণ কিছু বলতে পারছি না।’
তবে এসিসির সেই সভায় পাপন না গেলেও তার অবস্থান অনেকটাই স্পষ্ট। হাইব্রিড মডেলের বিরোধিতা করছেন তিনি। মূলত আরব আমিরাতের গরমের মাঝে বার বার ভ্রমণ করতে অনাগ্রহী বিসিবি। বিশ্বকাপের আগে বড় কোনো রিস্ক নিতে চায় না বোর্ড। এই প্রসঙ্গে পাপন বলেন—
‘আমাদের জন্য কিছু বিষয় গুরুত্বপূর্ণ ছিল। টানা ভ্রমণ যেমন আজকে এক দেশে তো কালকে আরেক দেশে গিয়ে খেলা। বিশ্বকাপের আগে আমরা এই ঝামেলা এড়াতে চেয়েছি। গরমের মধ্যে ওয়ানডে ম্যাচ খেলা বেশ চ্যালেঞ্জিং। ক্রিকেটাররা এসব ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়তে পারে, আমরা এসব দিক ভালোভাবে নজরে রেখেছি।’
তিনি যোগ করেন, ‘হাইব্রিড মডেল হলে আমাদের কী পছন্দ, সেটাও জানিয়ে দিয়েছি। আমরা লিখিতভাবে দিয়ে দিয়েছি। ওখানে যা-ই সিদ্ধান্ত হোক, সবার সঙ্গে কথা বলেই হবে। যদি না-ও যেতে পারি, কথাবার্তা তো হবেই।’