- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ আগস্ট ২০২৩, ২২:৩৪
ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যের দ্বৈরথ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ। শত বছরের বেশি সময় ধরে চলছে এই দুই দলের মহারণ। দ্বিপাক্ষিক খেলাতে অ্যাশেজের মতো আকর্ষণ ছড়াতে পারে কেবল ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াই। তবে এই দুই দলের লড়াই নাকি এবার অ্যাশেজকেও ছাড়িয়ে যাবে, এমনটাই দাবি করেছেন টম মুডি।
পাকিস্তান-ভারত মহারণ মানেই যেন গা ছমছমে অধ্যায়। সীমান্তের সঙ্ঘাত দেখা দেয় ক্রিকেটের মাঠে। লড়াইটা সম্মান, ইতিহাস, ঐতিহ্যের; লড়াইটা মতবাদ, মতভেদ আর বিশ্বাসের বৈপরীত্যের। কেউ কাউকে ছেড়ে কথা বলে না, চোখে চোখ রাঙায় তারা। মাঠের বাহিরে যদিও ভিন্ন কথা, ব্যাট-বলেই যত ঔদ্ধত্যা।
আগামীকাল (বুধবার) থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপেও দেখা যাবে এই দুই দলের লড়াই। একই গ্রুপে হবার সুবাদে একাধিকবার তাদের দেখা হবার সম্ভাবণা রয়েছে। তবে এশিয়া কাপে এবার ভারত-পাকিস্তানের এই লড়াই অ্যাশেজকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি।
জনপ্রিয় এই ক্রিকেট বিশ্লেষক ও কোচ বলেন, ‘আমার মনে হয় এই ম্যাচ অ্যাশেজকে ছাড়িয়ে যাবে। এটা সবসময় আপনাকে দারুণ একটা গল্প দেয়। দুটি দেশই দারুণ ক্রিকেটীয় জাতি। আপনি যখন পাকিস্তানের স্কোয়াডের দিকে দেখবেন তখন প্রচুর তরুণ প্রতিভাবান ক্রিকেটার দেখতে পারবেন।’
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে পাকিস্তান দল ভারতের জন্য হুমকি হতে পারে বলেও মনে করেন মুডি। তিনি বলেন, ‘আরেকটা জিনিস আমার কাছে একটু আলাদা, সেটা হলো অভিজ্ঞতা। পাকিস্তানের এমন একটি কম্বিনেশন আছে যেখানে অভিজ্ঞতা ও প্রতিভার মিশ্রণ আছে। তারা সত্যিকারের হুমকি হতে পারে।’