অর্থের বিনিময়ে নথি হস্তান্তর, আয়কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪৪

অর্থের বিনিময়ে করদাতার নথি হস্তান্তর করার দায়ে এক সহকারী কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি হলেন-জান্নাতুল ফেরদৌস মিতু। কর অঞ্চল-৫ (ঢাকা) এ কর্মরত ছিলেন।

বরখাস্তের বিষয়ে আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু ৩৮ লাখ টাকা গ্রহণের বিনিময়ে সার্কেল-৯৩, কর অঞ্চল-৫ এর টিআইএনধারী সালাহউদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে (আয়কর আইনজীবী) আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড (পুরানো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনাল আদেশসমূহ এবং অন্যান্য ডকুমেন্টসসমূহ) হস্তান্তর করেন। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী জান্নাতুল ফেরদৌস মিতুকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here