দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) চলতি পরিস্থিতি নিয়ে নোবেল জয়ী (nobel laureate) অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Economist Amartya Sen) প্রতিক্রিয়ায় বেজায় চটেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি (Bangladesh Jamat-E-Islami)। দলের আমির তথা প্রধান শফিকুর রহমান (Shafiqur Rahaman) সমাজমাধ্যমে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন।
তিনি বলেছেন, ‘ভারতের (India) নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মত কথা বলেছেন। জানিনা তাঁর বিবেক কোথায়? বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনও প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন, সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন।
বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য উদ্বেগ প্রকাশ করেছিলেন। সে দেশের সাম্প্রদায়িক রাজনীতির প্রসঙ্গে নিশানা করেন জামায়াতে ইসলামিকে। বলেন, বাংলাদেশের মানুষ বরাবর ধর্মনিরপেক্ষতাকে (secularism) ঊর্ধ্বে তুলে ধরেছেন। তাই জামায়াতে ইসলামির মতো দল মাথা তুলতে পারেনি।
নোবেল জয়ীর এই প্রতিক্রিয়ার জবাবে শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর সেক্যুলারিজমের (ধর্মনিরপেক্ষতা) নামে চরম ভণ্ডামি (hypocrisy) প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের (শেখ হাসিনার জমানা) পক্ষে খোলামেলা ওকালতি করছেন। যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। যদিও সাক্ষাৎকারে আওয়ামী লিগ (Awami League) এবং হাসিনার (Sheikh Hasina) প্রসঙ্গ নেই। তবে বিগত জমানায় বাংলাদেশের অভাবনীয় উন্নতির প্রশংসা করেছেন। যদিও সেই মন্তব্যও নতুন নয়। এক-দেড় দশক আগে থেকেই তিনি বাংলাদেশের মাথাপিছু আয় (per capita income), গড় আয়ু (life expectancy), নারীর ক্ষমতায়নের (women empowerment) মতো বিষয়ে অগ্রগতির প্রশংসা করে আসছিলেন।
শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামি সম্পর্কে অমর্ত্য যা বলেছেন তাঁর বদ্ধমূল ধারনা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোটাই উল্টো। সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন, সেই সমস্ত ভাই-বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লিগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না। কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল। জামাতের আমিরের কথায়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সময়-অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না।