অক্টোবরে রফতানি কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। অর্থমূল্যে যার পরিমাণ ৫৯ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ডলারের। রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত মাসিক পরিসংখ্যান প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অক্টোবর মাসে বিশ্ববাজারে বাংলাদেশ থেকে পণ্য রফতানি হয়েছে ৩৭৬ কোটি ২০ লাখ ৩০ হাজার ডলারের। ২০২২ সালের একই মাসে রফতানি হয়েছিল ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার ডলারের। এ হিসেবে পণ্য রফতানি কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের চার মাস জুলাই থেকে অক্টোবরে পণ্য রফতানি হয়েছে ১ হাজার ৭৪৪ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ডলারের। আগের অর্থবছরের পণ্য রফতানি হয়েছিল ১ হাজার ৬৮৫ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলারের। এ হিসেবে অর্থমূল্য বিবেচনায় অর্থবছরের চার মাসে পণ্য রফতানি বেড়েছে ৩ দশমিক ৫২ শতাংশ।