অক্টোবর মাসে বিশ্ববাজারে বাংলাদেশ থেকে পণ্য রফতানি হয়েছে ৩৭৬ কোটি ২০ লাখ ৩০ হাজার ডলারের। ২০২২ সালের একই মাসে রফতানি হয়েছিল ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার ডলারের। এ হিসেবে পণ্য রফতানি কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের চার মাস জুলাই থেকে অক্টোবরে পণ্য রফতানি হয়েছে ১ হাজার ৭৪৪ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ডলারের। আগের অর্থবছরের পণ্য রফতানি হয়েছিল ১ হাজার ৬৮৫ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলারের। এ হিসেবে অর্থমূল্য বিবেচনায় অর্থবছরের চার মাসে পণ্য রফতানি বেড়েছে ৩ দশমিক ৫২ শতাংশ।