অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশে অবাধ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। বাংলাদেশি কমিউনিটি, মানবাধিকার সংগঠন এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গত শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে তারা এ আশ্বাস দেন। বৈঠকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ডেস্কের পরিচালক ডেমিয়েন ডোনাবেন এবং জেমা হেইন্স উপস্থিত ছিলেন। মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ এবং ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্টের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বৈঠকে অস্ট্রেলিয়ান কর্মকর্তারা জানান, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে গুরুত্ব অস্ট্রেলিয়ার সরকার তা অবগত এবং এই বৈঠকের মাত্র দুইদিন আগেই অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে গণতন্ত্র ও মানবাধিকারে পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে। বৈঠকে বিএনপি অস্ট্রেলিয়ার আহবায়ক মুসলেহ উদ্দিন হাওলাদার বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা এবং বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রচেষ্টার অস্ট্রেলিয়া সরকারের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন। অন্যান্যদের মধ্যে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের পরিচালক ড. ফারুক আমিন ও  শিবলী সোহায়েল, সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আবদুল্লাহ ইউসুফ শামীম, সাবেক যুগ্ম আহবায়ক কুদরত উল্লাহ লিটন, বিএনপি অস্ট্রেলিয়ার নেতা এএনএম মাসুম ,মুন্নি চৌধুরী মেধা এবং আবুল হাছান প্রমুখ আলোচনায় অংশ নেন।

মানব জমিন