ব্যাংক ব্যবসায় মুনাফা কমলেও মালিকদের লাভ বেড়েছে বহুগুণ

ব্যাংক ব্যবসায় মুনাফা কমলেও মালিকদের লাভ বেড়েছে বহুগুণ

ব্যাংক ব্যবসায় মুনাফা কমলেও মালিকদের লাভ বেড়েছে বহুগুণ – ছবি : সংগৃহীত

ব্যাংক ব্যবসায় মুনাফা কমেছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে জনগণ। কিন্তু ব্যাংক মালিকদের লাভ বেড়েছে বহুগুণ। কারণ এক ব্যাংক মালিক অন্য ব্যাংক মালিকের ব্যাংক থেকে ঋণ নেয়। কিন্তু কেউ কাউকো ঋণের অর্থ পরিশোধ করেন না। এ মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘পলিসি রিচার্স ইনস্টিটিউট(পিআরাআই) নির্বাহী পরিচালক ড.আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম(ইআরএফ) মিলনায়তনে অনুষ্ঠিত ‘সামষ্টিক অর্থনীতি ও এলডিসি উত্তোরণ’শীর্ষক এক কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন।

ইআরএফ ও পিআরআই যৌথভাবে কর্মশালা আয়োজন করে। অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, গবেষণা পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।