বিমানবন্দর থেকে বিএনপি নেতাকে গ্রেফতারের অভিযোগ

Daily Nayadiganta

রফিকুল ইসলাম জামাল – ছবি- সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালকে হযরত শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। তবে বিমানবন্দর থানা পুলিশ এ বিষয়ে কিছু জানেন না।

রফিকুল ইসলাম জামাল নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন।

এ বিষয়ে আকন কুদ্দুসুর রহমান জানান, রফিকুল ইসলাম জামাল তার ভাইয়ের অসুস্থতার খবর শুনে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরার পর তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, সম্প্রতি ফেসবুকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন রফিকুল ইসলাম জামাল। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে বিকেল ৪টার দিকে মোবাইলে জানতে চাইলে বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই মো: মাহবুব হোসেন নয়া দিগন্তকে বলেন, ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়েছে কি না, জানা নেই। আমি সকাল ৮টা থেকে ডিউটি করছি। এই নামে এখন পর্যন্ত থানায় কোনো আসামি হস্তান্তর করা হয়নি।