Tigers have united us

Minar Rashid

টাইগাররা আমাদেরকে এক করে দিয়েছে

মনটাকে ভালো করার মত কোন ঘটনা বা বিষয় অনেক দিন যাবত অাসে নি। আজ আমাদের টাইগাররা ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে মনটাকে অসম্ভব কিংবা সকল ব্যাকরণের বাইরে গিয়ে বেসম্ভব ভালো করে দিয়েছে। শেষ কখন এই অভাগা মনটা এত আনন্দ পেয়েছিল, স্মরণ করতে পারছি না।

আমার অফিস ও ছেলের স্কুল থাকায় বাপ বেটা দুজনের কেউ আজ খেলাটি দেখতে পারি নি। আমার ছেলের ধারনা, আমরা খেলাটি না দেখাতেই আমাদের দল জিতে গেছে। ছেলে বলে, আব্বু আমরা কোয়ার্টার ফাইনালটিও দেখবো না। কারন আমরা দেখা শুরু করলেই আমাদের দল হেরে যায়। ক্রিকেট পাগল ছেলের এই প্রস্তাব দেখে নিজের অজান্তেই চোখের কোণাটা একটু ভিজে গেল। তার ভাবনা, আমাদের দেখার দরকার নেই। দেশটা জিতে যাক, তাতেই আনন্দ। এখানে শুধু তার দল নয়, এখানে তার দেশ। প্রিয় দলের জন্যে এই ধরনের ত্যাগ সম্ভব নয়, প্রিয় দেশের জন্যে সম্ভব।

আরো ভালো লেগেছে, যখন শোনলাম বিশ দলীয় জোট হরতাল শিথিল করে আগামীকাল সারা দেশ ব্যাপি বিজয় উৎসব পালনের ঘোষণা দিয়েছে।

আসুন সবাই, পারস্পরিক ভেদাভেদ ভুলে এই বিজয় উৎসবে শরীক হই। কিছুক্ষণের জন্যে রাজনীতির কথা ভুলে যাই। সবাই রাস্তায় নেমে পড়ি।

আমাদের কষ্টের রঙ ভিন্ন ভিন্ন হলেও সুখের এই রঙটি কিন্তু এক। টাইগাররা এই অপার সুখটুকু আমাদেরকে উপহার দিয়েছে।
কে জানে, সবাই মিলে রাস্তায় নামলে এক হওয়ার বোধ বা হুঁশটি আবারও ফিরে পেতে পারি।