Quran Burning: কোরান পোড়ানোর প্রতিবাদ, রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রস্তাবে সায় দিল ভারত, বিরল ঘটনা: Report

নরেন্দ্র মোদী এবং শেহবাজ শরিফ
নরেন্দ্র মোদী এবং শেহবাজ শরিফ

এদিন ভারতের এই অবস্থানকে কার্যত অভূতপূর্ব বলে উল্লেখ করা হচ্ছে। এর আগে এই ধরনের অবস্থান দেখা যায়নি ভারতের। ধর্মীয় ঘৃণার বিরুদ্ধে প্রস্তাব এনেছিল ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল। তার পক্ষেই ভোট দিয়েছে ভারত।

নানা ক্ষেত্রে পাকিস্তানের অবস্থানকে তুলোধোনা করে ভারত। তবে সুইডেনে কোরান পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এবার একেবারে অন্যরকম ছবি দেখা গেল রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে। ১২ জুলাই এনিয়ে ওই বিতর্কিত ঘটনার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশনের পক্ষে পাকিস্তান এই বিষয়টিকে তুলেছিল। ধর্মীয় ক্ষেত্রে ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশের আবেদন করা হয়েছিল।

এবার সেই সেই নিন্দার পক্ষে ভোট দিল ভারত সহ ২৮টি দেশ, ১২টি দেশ বিরুদ্ধে ভোট দিয়েছে ও সাতটি দেশ ভোটাভুটি থেকে বিরত ছিল।

তবে এদিন ভারতের এই অবস্থানকে কার্যত অভূতপূর্ব বলে উল্লেখ করা হচ্ছে। এর আগে এই ধরনের অবস্থান দেখা যায়নি ভারতের। ধর্মীয় ঘৃণার বিরুদ্ধে প্রস্তাব এনেছিল ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল। তার পক্ষেই ভোট দিয়েছে ভারত।

তবে পশ্চিমী দেশগুলির মধ্য়ে আমেরিকা ও ব্রিটেন পাকিস্তানের প্রস্তাব মানতে চায়নি। তাদের দাবি মানবাধিকারের তুলনায় ধর্মীয় প্রতীককে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। তবে রেজলিউশনটা পাস করার পরে কিছু দেশের প্রতিনিধিরা হাততালি দিয়ে স্বাগত জানান।