১ মিনিটে পড়ুন 12 Jul 2023 HindustanTimes
এদিন ভারতের এই অবস্থানকে কার্যত অভূতপূর্ব বলে উল্লেখ করা হচ্ছে। এর আগে এই ধরনের অবস্থান দেখা যায়নি ভারতের। ধর্মীয় ঘৃণার বিরুদ্ধে প্রস্তাব এনেছিল ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল। তার পক্ষেই ভোট দিয়েছে ভারত।
প্রসঙ্গত গত মাসে এক ইরাকি যুবক সুইডেনে একটি মসজিদের বাইরে কোরান পুড়িয়ে দেন। এরপরই এনিয়ে মুসলিম দেশগুলিতে ব্যপক আলোড়ন দেখা দেয়। ঝড় ওঠে নিন্দার। AFP সূত্রে খবর।
এবার সেই সেই নিন্দার পক্ষে ভোট দিল ভারত সহ ২৮টি দেশ, ১২টি দেশ বিরুদ্ধে ভোট দিয়েছে ও সাতটি দেশ ভোটাভুটি থেকে বিরত ছিল।
তবে এদিন ভারতের এই অবস্থানকে কার্যত অভূতপূর্ব বলে উল্লেখ করা হচ্ছে। এর আগে এই ধরনের অবস্থান দেখা যায়নি ভারতের। ধর্মীয় ঘৃণার বিরুদ্ধে প্রস্তাব এনেছিল ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল। তার পক্ষেই ভোট দিয়েছে ভারত।
তবে পশ্চিমী দেশগুলির মধ্য়ে আমেরিকা ও ব্রিটেন পাকিস্তানের প্রস্তাব মানতে চায়নি। তাদের দাবি মানবাধিকারের তুলনায় ধর্মীয় প্রতীককে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। তবে রেজলিউশনটা পাস করার পরে কিছু দেশের প্রতিনিধিরা হাততালি দিয়ে স্বাগত জানান।