কাফি কামাল, মুন্সীগঞ্জ থেকে: বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার একদিকে মসজিদে তালা দিচ্ছে অন্যদিকে শাহবাগের নাস্তিকদের পাহারা দিচ্ছে। আজ বিকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা মাঠের জনসভায় এ কথা বলেন তিনি। এর আগে খালেদা জিয়া দুর্বৃত্তদের লাগানো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কালি মন্দির মন্দির পরিদর্শন করেন। সরকার দুর্নীতি ঢাকতেই শাহবাগের নাস্তিকদের লালন-পাালন করছে অভিযোগ করে তিনি বলেন, এসব মঞ্চ বন্ধ না হলে সারা দেশে কাউন্টার মঞ্চ হবে। দেশের মানুষ ঢাকার দিকে হাঁটা ধরবে। সরকারের পতন না ঘটিয়ে অবস্থান ত্যাগ করবে না। বিরোধী নেতা বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। তাই তারা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালিয়ে ইস্যু খুঁজছে। খালেদা জিয়া বলেন, দেশের পাঁচ কোটি যুবক রয়েছে। এর এক ভাগও শাহবাগের আন্দোলনে যায়নি। সেখানে যারা গেছে তারা নাস্তিক। এখানে যাদের তরুণ দলনিরপেক্ষ বলা হচ্ছে, এটা মোটেও ঠিক নয়। ধর্ম, আল্লাহ-রসুল, ইসলাম বা অন্য কোনো ধর্ম সম্পর্কে তাদের কোনো আস্থা নেই। শাহবাগে তরুণরা নাচ-গান করছে, অপকর্ম করছে বলেও উল্লেখ করেন তিনি। খালেদা জিয়া শাহবাগের তরুণদের প্রশ্ন করে বলেন, এরা কেমন তরুণ যে শুধু তারা ফাঁসি চাই, ফাঁসি চাই দাবি করছে। অন্যদিকে দেশের এত এত সংকটের বিষয় নিয়ে কোনো কথাই বলছে না। তরুণরা এমন হতে পারে না। এর আগে বিকাল সোয়া পাঁচটায় সড়কপথে মুন্সীগঞ্জে পৌঁছেন খালেদা জিয়া। এসময় তাকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।
Source: ManabZamin