শিরোপার স্বপ্ন দেখছেন সোহেল
সাখাওয়াত হোসেন সোহেল/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বসুন্ধরা বাংলাদেশ ওপেনের গেল দুই আসরেই শিরোপা জিতেছে বিদেশি গলফাররা। প্রথম আসরে সিঞ্চাপুরের মারদান মামত ও পরের আসরে থাইল্যান্ডের থিতিফুন চুয়ায়প্রাকংয়ের হাতে ওঠে শিরোপা। এবারও কী বসুন্ধরা বাংলাদেশ ওপেনের শিরোপা চলে যাবে দেশের বাইরে? গত আসরে ষষ্ঠ স্থান পাওয়া সাখাওয়াত হোসেন সোহেল শোনালেন আশার কথা। এবার শিরোপা জয়কে লক্ষ্য করছেন পেশাদার এ গলফার।
আগামী ১ থেকে ৪ ফেব্রুয়ারি কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত হবে এশিয়ান ট্যুর বসুন্ধরা বাংলাদেশ ওপেনের তৃতীয় আসর।
প্রথম আসরে ১৯তম স্থান অর্জন করেছিলেন সোহেল। দ্বিতীয় আসরে ১৩ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে নাম লেখান। দুই আসরেই বাংলাদেশের মধ্যে সেরা পারফরম্যান্স সোহেলের। নিজের সেরাটা খেলতে পারলে এবার শিরোপা ধরা দিতে পারে বলে জানালেন তিনি।
কুর্মিটোলা গলফ কোর্সে অনুশীলনের ফাঁকে সোহেল বলেন, ‘সত্যি বলতে সব প্লেয়ার মাঠে জেতার টার্গেট নিয়ে নামে। আমার লক্ষ্য হলো আমি আমার সেরাটা দিতে চাই। আমি যদি আমার সেরাটুকু উজাড় করে দিতে পারি বিশ্বাস আছে শিরোপা জেতার সম্ভাবনা থাকবে। শারীরিক ও মানসিকভাবে আমি আমার সেরাটা দিতে চাই। শিরোপা জিতবো কী জিতবো না সেটা জানি না। আমি শেষ পর্যন্ত লড়াই করে যাবো।’
বাংলাদেশ ওপেন শুরুর আগে প্রস্তুতিতে সন্তুষ্ট সোহেল, ‘প্রস্তুতিটা দারুণ হয়েছে। আগের দুইটা টুর্নামেন্টেই আমি ভালো করেছি। কোয়ালিফাইং স্কুলে আমি ভালো করেছি। গত সপ্তাহে একটা টুর্নামেন্ট ছিল ওখানে আমি তৃতীয় হয়েছি। বিপিজির অধীনে একটা টুর্নামেন্ট ছিল। ১২০০ প্লেয়ার খেলেছে, আমি ৯৪তম হয়েছি। আমার বিশ্বাস সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।’
বসুন্ধরা বাংলাদেশ ওপেনের জন্য মুখিয়ে থাকেন সোহেল। দেশের মাটিতে এশিয়ান ট্যুর হওয়ায় গলফ নিয়ে স্বপ্ন দেখতে পারেন বলে জানান এই গলফার, ‘এখন তো গলফের জনপ্রিয়তা বাড়ছে। সত্যি কথা বলতে, এই একটা টুর্নামেন্টের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আপনারা জানেন বাংলাদেশে গলফের এর চেয়ে বড় টুর্নামেন্ট নেই। এখানে যদি ভালো করতে পারি গলফের কর্মকর্তাদের কাছ থেকে আমরা অনেক উৎসাহ পাই। গলফ নিয়ে আমরাও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।’
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৭