Bank looters are flying high in Bangladesh
Joynal Abedin, April 2, 2018
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি হয়েছে গতকাল ১ এপ্রিল। বাঙালিরে এপ্রিল ফুল বানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে ১২ হাজার কোটি বের করে নেয়ার বন্দোবস্ত হয়েছে সরকারের এক মিটীং এ। যার মূল পরিকল্পনায় ছিলেন শেয়ার মার্কেটের দরবেশ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঋনখেলাপী সালমান এফ রহমান। আমার কথা না। স্বয়ং অর্থমন্ত্রী নিজে সাংবাদিকদের বলেছেন এই পরিকল্পনা সালমানের। ১২ হাজার কোটি টাকার গন্ধ পেয়ে শেয়ার মার্কেট এমন জাম্প করছে যে ২০১৫ সালের পর প্রথম এমন জাম্প করলো। পার্ফেক্ট সেটআপ বাই দরবেশ। ইলেকশনের এই বছরেই সবচেয়ে বড় দূর্নীতিটা হতে যাচ্ছে।
যেভাবে সংকটের সুযোগ থেকে এই হাজার কোটি টাকার খেলাটা সামনে আনলো সালমান এফ রহমান
১. ব্যাপকমাত্রায় ঋণখেলাপি। নতুন ব্যাংকগুলিতে শুরু থেকেই ব্যাপকমাত্রায় ঋন দূর্নীতি করে টাকা সরানো হয়েছে। সোনালী, জনতা, বেসিক, ফার্মারস (মখা) কোনটার কথা বলবেন। এমন কোন ব্যাংক নাই যেটা মাত্রাতরিক্ত খেলাপী ঋণের ভারে জর্জরিত না। এই ব্যাপক টাকা সরায়ে সুইস ব্যাংকে জমা হচ্ছে। দুনিয়ার নানান দেশে ইনভেস্ট হচ্ছে। সিংগাপুরের শপিং মল থেকে শুরু করে ইউক্রেনের পাওয়ার প্লান্ট- এমন কিছু নাই বাংলাদেশের এই ঋণের টাকায় কেনা হয় নাই।
