- খেলাধুলা প্রতিবেদক
এশিয়া কাপের সুপার ফোরে ওঠার স্বপ্ন এখন পুরোপুরি নির্ভর করছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ওপর। আফগানিস্তানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলেও লিটন দাসদের ভাগ্য এখন আর তাদের নিজেদের হাতে নেই। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য এই ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে বাংলাদেশের সুপার ফোরে খেলার যোগ্যতা।

বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হলো, শ্রীলঙ্কার জয়। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে নেট রান রেটের কোনো হিসাব ছাড়াই বাংলাদেশ গ্রুপ পর্বের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নেবে। এমনকি ম্যাচটি পরিত্যক্ত হলেও ৪ পয়েন্ট নিয়ে পরের পর্বে চলে যাবে লিটন দাসের দল।
তবে আফগানিস্তান জিতলে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠবে। সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে যাবে আফগানরা। তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় দল নির্ধারণ হবে নেট রান রেটের ভিত্তিতে। বর্তমানে নেট রান রেটে (+১.৫৪৬) বাংলাদেশের (-০.২৭০) চেয়ে অনেক এগিয়ে আছে শ্রীলঙ্কা।
রান রেটের এই মারপ্যাঁচে আফগানিস্তান জিতলেও বাংলাদেশের সুযোগ থাকবে, তবে তা হবে খুবই কঠিন। যেমন, আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২০০ রান করলে, শ্রীলঙ্কাকে ১২৭ রানের নিচে আটকে রাখতে হবে। আবার আফগানরা ১৫০ রান করলে শ্রীলঙ্কাকে ৮৩ রানের মধ্যে অলআউট করতে পারলেই কেবল বাংলাদেশের সুযোগ তৈরি হবে। অন্যদিকে, শ্রীলঙ্কা আগে ব্যাট করলে বাংলাদেশকে পরের পর্বে তুলতে হলে আফগানিস্তানকে প্রায় ১১ থেকে ১২ ওভারের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপে বাংলাদেশ হংকংকে হারিয়ে দারুণ সূচনা করেছিল। কিন্তু পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায়। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে টাইগাররা। সমান পয়েন্ট নিয়ে দুটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। এখন স্নায়ুচাপের অপেক্ষা, কোন সমীকরণ বাংলাদেশকে সুপার ফোরের টিকিট এনে দেয়, তা দেখার জন্য।