- ২৪ ডেস্ক
দেশের বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার এবং দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় শহিদ জিয়া’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
ড. আব্দুল মঈন খান
ড. মঈন খান বলেন, ‘আমরা সকলেই বাংলাদেশের উন্নতি চাই।’ শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্রসমাজকে আমি সম্মান জানাই, তবে তাদের প্রধান দায়িত্ব হলো লেখাপড়া। সুশিক্ষিত ও যোগ্য হয়েই তাদের দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে। যোগ্যতা অর্জন না করে অপ্রস্তুত অবস্থায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে দেশের বিপর্যয় অবশ্যম্ভাবী’
তিনি আরও বলেন, ‘কেউ পথভ্রষ্ট হলে তা ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব।’
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘শহীদ জিয়াই জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠা করেছিলেন, যা গণমাধ্যমের স্বাধীনতার এক মূর্ত প্রতীক। তিনি ছিলেন স্বাধীন গণমাধ্যমের প্রকৃত রূপকার। একটি দেশে সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে সেখানে গণতন্ত্র বিকশিত হতে পারে না। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী।’
বর্তমান সরকারের অধীনে গণমাধ্যমের অবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার সংবাদপত্রের স্বাধীনতাকে কীভাবে সংকুচিত করেছে। বাংলাদেশে সম্প্রতি যে পরিবর্তনের হাওয়া বইছে, তার প্রধান লক্ষ্য হওয়া উচিত সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। এটি করতে ব্যর্থ হলে সকল অর্জনই ম্লান হয়ে যাবে।’
বুধবারে (২১ মে) অনুষ্ঠিক এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুও বক্তব্য রাখেন।