
দেশের ভবিষ্যৎকে কোনোভাবেই ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া যাবে না বলে জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে নারী নিপীড়ন, হয়রানি ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
গতকাল এক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চ এ কথা বলে। বিবৃতিদাতারা হলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ প্রমুখ।
এতে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, নৈরাজ্য সৃষ্টিকারী ও অপরাধমূলক ‘মব’ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দ্রুত শক্ত ও দৃঢ় ভূমিকা নেওয়া প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর পুলিশের এই ভূমিকা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত। অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে এ মামলায় যাতে কাউকে হয়রানি করা না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।