বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান আজ পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। বিসিবির এক পরিচালক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সভাপতির দায়িত্ব পেয়ে বিসিবির ফেসবুক পেজে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, দেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নিজের লক্ষ্য নিয়ে বলেছেন, ‘লক্ষ্য অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি। দেশের মুখ উজ্জ্বল করা। দলকে একটা জায়গায় (ভালো) দেখতে চাই। কীভাবে দেখব সেটা অনেক বড় একটা ব্যাপার। সুতরাং অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে।’
তিনি যোগ করেন, ‘অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, এসব নিয়ে প্রশ্ন আছে। আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কাজটা সহজ হবে। আমরা অন্য দিকে যেন সরে না যাই। সুতরাং বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট সব মিলিয়েই এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’
২০১২ সালে সরকার-মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে নাজমুলই তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্বপালন করেছেন। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে তার আগেই সরে দাঁড়ালেন তিনি।
অন্যদিকে ফারুক আহমেদ এর আগে কয়েক দফায় বাংলাদেশের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০১৬ সালে প্রধান নির্বাচকের পদ ছাড়েন সাবেক এই ক্রিকেটার।
prothom alo