কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনের মধ্যে রোববারের সহিংসতায় পাঁচজন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।
এ নিয়ে এ নিয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় গত কয়েকদিনে সারা দেশে অন্তত ১১৮ জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।
রোববার ঢাকার যাত্রাবাড়ী, দনিয়া এলাকা থেকে এই পাঁচজনের মৃতদেহ এসেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
এছাড়া আরোও একজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে নিহতের স্বজনরা তা নিয়ে গেছে বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানায়, নিহত এই পাঁচ জনের মধ্যে কেউ ফুটপাতের হকার, ফল ব্যবসায়ী এবং পথচারীও রয়েছে।
নিহত এই পাঁচ জনের সবাই মারা গেছে রোববার রাজধানীর শনির আখড়া ও যাত্রাবাড়িতে ঘটে যাওয়া সহিংসতায়।
মেডিকেল সূত্র বলছে, হাসপাতালে যাদের মরদেহ রয়েছে তাদের সবার শরীরেই গুলির চিহ্ন পাওয়া গেছে।
রোববার বিক্ষোভ নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ ও বিজিবি ওই সব এলাকায় অভিযান চালায়।
যাত্রাবাড়ী এলাকার একজন স্থানীয় বাসিন্দা বিবিসি বাংলাকে জানিয়েছেন, রোববার সারাদিন ধরে এই এলাকায় সংঘর্ষ ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন গুলি ছুড়েছে, বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়েছে ও অনেক দোকানপাট ভাঙ্গচুর করেছে। অনেক স্থানে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।
গতকাল শনিবারও এই এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল। সেদিন এই এলাকাতেই অন্তত ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যাদের মধ্যে পুলিশের দুইজন সদস্য রয়েছে।
ঢাকায় কারফিউর মধ্যেও রোববার সহিংসতার খবর পাওয়া গেছে বসুন্ধরা আবাসিক এলাকা, রামপুরাসহ কয়েকটি জায়গায়।
Source: BBC Bangla