চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ সরকারের নির্বাচন নামক পাতানো ফাঁদে তাঁর দল পা দেবে না। একমাত্র সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলেই ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে।
শুক্রবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে পীরের বাড়ির মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলনের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের মাহফিল শেষ হবে। সকাল ৮টায় মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
চরমোনাই পীর বলেন, বস্তুবাদী ছাত্র রাজনীতি সন্ত্রাসী তৈরির কারখানায় পরিণত হয়েছে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে আদর্শিক জনশক্তি উৎপাদনে কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন। এ ছাড়া বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।
সমকাল