ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না। বিপরীতে সময়টা ভালোই যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সম্প্রতি ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এই জয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে লাল-সবুজরা।
এরপরেই সুখবর পেল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে তারা। সদ্য হালনাগাদকৃত ফিফা র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগে ১৮৯ নম্বর স্থানে থাকা বাংলাদেশ নতুন র্যাংকিং অনুযায়ী আছে ১৮৩তম স্থানে।
এশিয়ার দেশগুলোর শীর্ষে আছে জাপান (১৮তম)। এরপরে ইরান (২১) এবং দক্ষিণ কোরিয়া (২৪)। অন্যদিকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবার ওপরে ভারত (১০২)। ৫ বছর পর আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয় পেয়ে ৪ ধাপ ১৯৩তম স্থানে উঠে এসেছে পাকিস্তান।