- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৭
আজ শেষ হওয়া এশিয়া কাপ ১৬তম আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন ভারতের ওপেনার শুভমান গিল।
৬ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৭৫ দশমিক ৫০ গড়ে ৩০২ রান করেছেন গিল। গ্রুপ পর্ব নেপালের বিপক্ষে ও সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে হাফ-সেঞ্চুরি করেন তিনি। সুপার ফোর পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১২১ রানের নান্দনিক ইনিংস খেলেন গিল।
৩টি হাফ-সেঞ্চুরিতে ৬ ইনিংসে ২৭০ রান করে তালিকার দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। ৬ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ২১৫ রান করেছেন তিনি।
সর্বোচ্চ রানে পরের দু’টি স্থানে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ৫ ইনিংস ব্যাট করে বাবর ২০৭ ও রিজওয়ান ১৯৫ রান করেছেন।
শীর্ষ পাঁচ-ব্যাটারের তালিকায় নেই বাংলাদেশের কেউ। ২ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১৯৩ রান করে সপ্তম স্থানে আছেন ইনজুরির কারণে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্ত।
এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার ম্যাচ ইনিংস রান ১০০ ৫০
শুভমান গিল (ভারত) ৬ ৬ ৩০২ ১ ২
কুশল মেন্ডিস (শ্রীলংকা) ৬ ৬ ২৭০ ০ ৩
সাদিরা সামারাবিক্রমা (শ্রীলংকা) ৬ ৬ ২১৫ ০ ২
বাবর আজম (পাকিস্তান) ৫ ৪ ২০৭ ১ ০
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) ৫ ৪ ১৯৫ ০ ২
সূত্র : বাসস