পাকিস্তানি সমর্থকদের জন্য আরো একটি দুঃসংবাদ

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৪

পাকিস্তান দল – ছবি : সংগৃহীত

পাকিস্তানি সমর্থকদের কষ্ট বেড়েই চলছে। ভারতের সাথে রেকর্ড রানের ব্যবাধানে হারের পর চোট পেয়ে দলটির অন্যতম দুই পেসার হারিস রউফ ও নাসিম শাহ এশিয়া কাপ থেকে প্রায় ছিটকে গেছেন। এরপর তাদের জন্য যুক্ত হলো আরেকটি দুঃসংবাদ- ইনজুরির কারণে মিডল অর্ডার ব্যাটার সালমান আলি আগারও এশিয়া কাপ শেষ হয়ে যেতে পারে।

মঙ্গলবার ডেইলি জংগ জানিয়েছে, শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে নিজেদের সর্বশেষ ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আগা খেলতে না পারলে তার জায়গায় একাদশে জায়গা পাবেন সৌদ শাকিল।

সোমবার ভারতের বিপক্ষে ম্যাচে সুইপ শট খেলতে গিয়ে বল সালমান আলির নাকে লাগে এবং এতে তার জখম সৃষ্টি হয়ে বেশ রক্তক্ষরণও হয়। এ কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগা আগের তুলনায় বেশ ভালো আছেন। এখন তিনি স্বস্তি অনুভব করছেন।

সূত্র : ডেইলি জংগ