আজ সকালে পল্টন এলাকার চিত্র
নাম না জানা এই মাঝ বয়সী মানুষটি হামলার শিকার হন অতর্কিতে। প্রথমে পুলিশ তাকে ধাওয়া করে। পুলিশের লাঠি পেটার শিকার মানুষটি একটু পরই সরকার সমর্থকদের হামলার শিকার হন।
প্রথমে আর্জেন্টিনার জার্সি পরা এই তরুণ তাকে ফ্লায়িং কিক মারে। রাস্তায় ফেলে একাধিক তরুণ প্রকাশ্যে তাকে এভাবে নির্যাতন করে।