- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ নভেম্বর ২০২২, ১৯:০৯
ভাগ্য সুপ্রসন্ন হলো না পাকিস্তানের। খুব কাছে গিয়েও আর ছোঁয়া হলো না শিরোপা। ফাইনালে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে গেছে পাকিস্তান। ফলে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে বাবর আজমের দলকে। তবে একেবারেই খালি হাতে ফিরতে হচ্ছে না তাদের, আইসিসির নির্ধারিত প্রাইজমানি নিয়েই দেশের বিমান ধরবে পাকিস্তান।
চ্যাম্পিয়ন না হলেও বেশ মোটা অংকের প্রাইজমানি পাচ্ছে বাবর আজমের দল। আইসিসির থেকে রানার্সআপ দলের জন্য নির্ধারিত ৮ লাখ ডলার পুরস্কার পাচ্ছে পাকিস্তান। বাংলাদেশী টাকায় যা প্রায় ৮ কোটি টাকা।
এদিকে শিরোপাজয়ী ইংল্যান্ড দলের জন্য রয়েছে আরো বড় অংকের পুরস্কার। শিরোপার পাশাপাশি পাকিস্তানের চেয়ে দ্বিগুণ পুরস্কার নিয়ে দেশে ফিরবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আইসিসি চ্যাম্পিয়ন দলের জন্য রেখেছে ১৬ লাখ ডলার। বাংলাদেশী টাকায় প্রায় ১৬ কোটি টাকা।
তাছাড়া সুপার টুয়েলভ ম্যাচে প্রতিটি জয়ের বিপরীতে জয়ী দলকে ৪০ হাজার ডলার দেয়ার ঘোষণা ছিল আইসিসির। ফলে সুপার টুয়েলভ পর্বে ৪ জয়ের বিপরীতে ১ লাখ ৬০ হাজার ডলার পাবে ইংল্যান্ড। পাকিস্তান পাবে ৩ জয়ের বিপরীতে ১ লাখ ২০ হাজার ডলার।