- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জুলাই ২০২২, ২২:৪২
ডলারের বিপরীতে টাকার মান আরো কমেছে। এক দিনেই ৫০ পয়সা দর হারিয়েছে টাকা।
আন্তঃব্যাংক মুদ্রাবাজারে গতকাল মঙ্গলবার এক ডলারের জন্য যেখানে লেগেছিল ৯৩ টাকা ৪৫ পয়সা, বুধবার খরচ করতে হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা। ফলে বাংলাদেশ ব্যাংক এ দরে বুধবার ৯ কোটি ৭০ লাখ ডলার ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সবশেষ গত ২৮ জুন প্রতি ডলারের বিনিময় মূল্য ৯২ টাকা ৯৫ পয়সা থেকে ৫০ পয়সা বাড়িয়ে ৯৩ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়। নতুন দামে সেদিনই ৪ কোটি ২০ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি রেমিট্যান্স কমে যাওয়ায় ডলারের সরবরাহ সংকুচিত হয়ে গেছে। ফলে স্থানীয় মুদ্রা টাকা চাপের মধ্যে রয়েছে।