এ ছাড়া স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন হাছান মাহমুদ। তিনি বলেন, তাদের সবকিছুতে ‘কিন্তু’ খোঁজা চিন্তার দৈন্যের বহিঃপ্রকাশ।
গত ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে গেছে’ বলে মন্তব্য করেন। এর জবাবে হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেবের কাছে প্রশ্ন—স্বাস্থ্য খাত যদি ধ্বংসই হয়, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য খাত কিভাবে এই করোনাভাইরাসের তিনটি ঢেউ অনেক উন্নত দেশের তুলনায় অনেক কার্যকরভাবে, ভালোভাবে মোকাবিলা করল?
অনেক দেশের তুলনায় বাংলাদেশ অনেক কার্যকরভাবে এই মহামারি মোকাবিলা করতে সক্ষম হয়েছে এবং মহামারির সময় অন্যান্য স্বাস্থ্যসেবাও চলমান ছিল বলে উল্লেখ করেন মন্ত্রী।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, জাতিসংঘের মহাসচিব প্রশংসা করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রশংসা করে, মির্জা ফখরুল সাহেবরা করতে পারেন না। বিএনপির সবকিছুতে কিন্তু খোঁজা এবং চিন্তার দৈন্যের বহিঃপ্রকাশ হচ্ছে স্বাস্থ্য খাত নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য।