বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গায় পেয়ে খুশি সাকিব


আইসিসির বর্ষসেরা ওযানডে দলে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো আইসিসির কোনো দলে তিনজন ক্রিকেটার এক সাথে জায়গা করে নিল। যা সত্যিই প্রশংসনীয়।

বর্ষসেরা একাদশে জায়গা পাওয়ায় বেশ ভালো লাগছে বলে অভিহিত করেছেন সাকিব। এটা সামনের চলার পথে অনেক সহায়কও।

বৃহস্পতিবার বিপিএলের পর্দা উঠার আগে সংবাদ মাধ্যমে সাকিব বলেন, ‘ভালো আলহামদুলিল্লাহ, আইসিসি থেকে এরকম রিকগনিশন পেলে তো ভালোই লাগে। খুবই ভাল সাইন বাংলাদেশ ক্রিকেটের জন্য। লাস্ট অনেক বছর ধরে ওয়ানডেতে আমরা অনেক ভাল দল আমার কাছে মনে হয়। দেশে ও দেশের বাইরে এখন। সো এটাই তার একটা স্বীকৃতি যে বাংলাদেশ ওয়ানডেতে ভাল ক্রিকেট খেলছে। ’

বিপিএলে বরিশালের অধিনায়ক সাকিব। প্রত্যাশা কেমন? সাকিব বলেন, ‘প্রত্যাশা তো সবগুলো দলেরই আছে। আর সবাই যেহেতু প্রফেশনাল প্লেয়ার তাদের নিজেদেরও নিজেদের উপর প্রত্যাশা আছে। এখানে ভাল করতে হবে। এটা আসলে আমাদের জন্য একটা ইন্সপায়ারিং ব্যাপার। আমরা এটাকে পজেটিভভাবে নেয়ার চেষ্টা করছে এবং এটা থেকে যেন ভাল কিছু করতে পারে সেটার চিন্তা করছি।’

বিপিএলের উইকেট কেমন হবে। সাকিব বলেন, ‘আমি যদিও এখনো দেখতে পাইনি…আমি বিশ্বাস করি ভাল স্পোর্টিং উইকেট হবে। যেখানে সবার জন্য কিছু না কিছু থাকবে, আশা করছি ভাল একটা ম্যাচ দিয়ে বিপিএলটা শুরু হবে। টুর্নামেন্ট শুরুর আগে আসলে এগুলো বলাটা মুশকিল, বাকি ছয় দলের সাথে আমাদেরও একই রকম মনে হচ্ছে এখন। ইম্পরট্যান্ট হচ্ছে একটা দুইটা ম্যাচ গেলে অনেক বেশি এনালাইসিস করা সম্ভব। এখন যেটা মনে হচ্ছে খুবই ভারসাম্যপূর্ণ একটা দল, সবই ডিফেন্ড করে যখন টুর্নামেন্টটা শুরু হয় তারপরে।’

বিপিএলে সাকিবের কনোন শিরোপা জেতার রেকর্ড নেই। এমন আক্ষেপে চাপ বাড়াচ্ছে কি না?

সাকিব বলেন, ‘না ওরকম কোনো চাপ আমার কখনোই মনে হয়নি। এখনো মনে হচ্ছে না। যেটা বললাম যে ছয় দলই চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য খেলতে চায়। আমরাও তার ব্যতিক্রম না, যদি হতে পারি ভাল। কিন্তু না হতে পারলেও তেমন কিছু করার থাকবে না, তবে আমরা যেটা করতে পারি মাঠে আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করতে পারি। একটা দল হিসেবে খেলতে পারি, সাকসেসটা আনার জন্য যা যা করা দরকার করতে পারি।’