ঢাকা
ঘরোয়া ফুটবলে গত কয়েক বছরে আবাহনী লিমিটেডের সাজানো বাগানটা দুমড়েমুচড়ে দিয়েছে বসুন্ধরা কিংস। দুটি লিগ ও তিনটি টুর্নামেন্ট মিলিয়ে টানা পাঁচটি শিরোপা জিতেছে করপোরেট ক্লাবটি। কিংসের সেই দাপটে আবার ভাগ বসিয়েছে আবাহনী।
গত ডিসেম্বরে বসুন্ধরাকে হারিয়ে মৌসুমসূচক স্বাধীনতা কাপের শিরোপা পুনরুদ্ধার করে আবাহনী। ২২ দিনের ব্যবধানে আজ রোববার ফেডারেশন কাপের শিরোপাও পুনরুদ্ধার করল তারা। অবশ্য বাজে মাঠ ও সূচিতে অনিয়ম করার প্রতিবাদে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি বসুন্ধরা।
টানা দ্বিতীয় শিরোপা জেতায় খেলোয়াড়দের সঙ্গে উৎসবে ভাসছেন ক্লাবের কর্তারাও। খেলোয়াড়দের জন্য ৭৫ লাখ টাকা ঘোষণা করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান ক্লাবের ভারপ্রাপ্ত ইনচার্জ কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আবাহনীর ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে, এমন সময়ে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় অত্যন্ত আনন্দ বোধ করছি। বীর মুক্তিযোদ্ধা ও আবাহনীর সমর্থকদের প্রতি এই শিরোপা উৎসর্গ করলাম।’
একই সঙ্গে বোনাসের ঘোষণাও এল, তবে খেলোয়াড়ের আবদারের মুখে বোনাস বেড়েও গেল কিছুক্ষণ পর। প্রথমে নাবিল বললেন, স্বাধীনতা কাপের জন্য ২৫ এবং ফেডারেশন কাপের জন্য ২৫ লাখ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে।
কিন্তু অধিনায়ক নাবিব নেওয়াজ বোনাসের অঙ্ক বাড়িয়ে দেওয়ার আবদার করেন। তখন নাবিল আহমেদ বলেন, ফেডারেশন কাপের জন্য আরও ২৫ লাখ টাকা বাড়ানো হলো। আগামী পরশু এই টাকা বুঝিয়ে দেওয়া হবে।
এই ৭৫ লাখ টাকা খেলোয়াড় ও দলের সঙ্গে সংশ্লিষ্ট সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে বলে জানা গেছে।