৬ লেনের শীতলক্ষ্যা ব্রিজের কাজ অনেকদুর এগিয়েছে। দেশের গুরুত্বপূর্ণ সেতুগুলির প্রায় সবগুলির কাজ চলছে। কিছু শেষ হয়েছে, কিছুর কাজ চলমান, আর কিছুর ডিজাইন চুড়ান্ত করা হচ্ছে। নদীমাতৃক দেশে কানেক্টিভিটি বাংলাদেশের জন্য সবথেকে চ্যালেঞ্জ ছিল। সেতু গুলির কাজ শেষ হলে সেই দুর্বলতা কাটিয়ে উঠা সম্ভব হবে। সবথেকে কার্যকরী সুফল বয়ে এনেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তিনটি ব্রিজ। এদিকে লেবুখালি সেতুর কাজ শেষ হলে পায়রা, কুয়াকাটা যেতে আর কোন ফেরি পার হতে হবেনা। অবহেলিত নড়াইল জেলা যুক্ত করতে জাপানের আর্থিক সহায়তায় ৬ লেনের কালনা সেতুর কাজ অনেকদুর এগিয়েছে।
পদ্মা সেতুর কাজ শেষ হলে আমাদের সামনে আর মাত্র দুটি বৃহৎ সেতু লাগবে বাংলাদেশের মূল মহাসড়কগুলিকে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত করার জন্য। দ্বিতীয় পদ্মা সেতু দৌলতিদিয়া – পাটুরিয়ায়, আর ভোলা সেতু।
এগিয়ে যাক বাংলাদেশ।
Thanks to “Raid Bd” (Youtube Channel)