৫০ লাখ টাকা চাঁদা দাবি: সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে ৫ জনকে আটক করল পুলিশ

24 Live Newspaper

রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন নেতাও রয়েছেন। শনিবার রাতে গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

প্রতীকী ছবি

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন— মো. সিয়াম, সাদমান সাদাব, আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ। এদের মধ্যে রিয়াদ নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গত ১৭ জুলাই আটককৃতরা প্রথমবার গুলশানের ৮৩ নম্বর রোডে অবস্থিত শাম্মী আহমেদের বাসায় যান। ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে এবং পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা প্রথমে ১০ লাখ টাকা আদায় করেন। সেই ঘটনার একটি ভিডিওচিত্রও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে একটি বাসার ভেতরে দুই যুবককে টাকা গ্রহণ করতে দেখা যায়। পুলিশ সূত্র ভিডিওটি শাম্মী আহমেদের বাসার বলে নিশ্চিত করেছে।

এরই ধারাবাহিকতায়, শনিবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক রিয়াদের নেতৃত্বে দলটি পুনরায় ওই বাসায় যায় এবং শাম্মী আহমেদের স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এমন প্রেক্ষাপটে শাম্মী আহমেদের পরিবার গুলশান থানায় যোগাযোগ করে সহযোগিতা চায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রিয়াদসহ মোট পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘প্রথম দফায় হুমকি দিয়ে ১০ লাখ টাকা নেওয়ার পর আজ দ্বিতীয়বার চাঁদা চাইতে গেলে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here