৪ ম্যাচ হাতে রেখেই লা লিগা শিরোপা ঘরে তুললো রিয়াল

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ৩০ এপ্রিল ২০২২, ২৩:৩৩, আপডেট: ৩০ এপ্রিল ২০২২, ২৩:৩৯

৪ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন রিয়াল – ফাইল ছবি

এখনো বাকি ৪ ম্যাচ। এরইমধ্যে শিরোপা নিশ্চিত করেছে তারা। ঘরের মাঠে শনিবার এস্পানিওলের বিপক্ষে ৪-০ গোলে হারিয়ে ৩৫তম লিগ টাইটেল জেতার মাইলফলকে পৌঁছেছে করিম বেনজেমা বাহিনী।

এরই মাধ্যমে রেকর্ড ৩৫ বারের মতো স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল।

৩৪ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন ৮১। সমানসংখ্যক ম্যাচ খেলা সেভিয়া ৬৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তারা বাকি ৪টি ম্যাচে জিতলে পয়েন্ট হবে ৭৬। আবার ৩৩ ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৩। তারা বাকি ৫ ম্যাচে জিতলে পয়েন্ট হবে ৭৮। অর্থাৎ কোনো দলেরই আর রিয়াল মাদ্রিদকে ছোঁয়ার সাধ্য নেই।

ম্যাচের প্রথমার্ধেই রদ্রিগোর জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে গোল উৎসবে যোগ দেন মার্কো আসেনসিও আর করিম বেনজেমা।

৩ মিনিটের মাথায়ই এগিয়ে যেতে পারতো রিয়াল। কাছে থেকে নেওয়া মারিয়ানো দিয়াজের শট লেগে যায় পোস্টে। ৩৩ মিনিটে মার্সেলোর পাস থেকে গোল করেন রদ্রিগো। দশ মিনিট পর আরও এক গোল ব্রাজিলিয়ান উইঙ্গারের।

দ্বিতীয়ার্ধেও লড়াই চালিয়ে যায় এস্পানিওল। কিন্তু গোলের দেখা পায়নি তারা। বরং ৫৫ মিনিটে কামাভিঙ্গার অ্যাসিস্ট থেকে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন মার্কো আসেনসিও।

এরপর গোল উৎসবে যোগ দেন রিয়ালের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমাও। ৮১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাসে সহজেই বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার।