চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে ২১১ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
চলতি মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় এসেছে যথাক্রমে ৫৮ কোটি ৪৫ লাখ এবং ৫৮ কোটি ২৬ লাখ ডলার। তবে পরের দুই সপ্তাহে প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা কমে যায়। মাসের তৃতীয় সপ্তাহে প্রবাসী আয় এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ডলার এবং চতুর্থ সপ্তাহে এসেছে ৪৭ কোটি ৮৮ লাখ ডলার।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে প্রবাসী আয় এসেছে ৪১৩ কোটি ৭৯ লাখ ডলার। এর মধ্যে জুলাই মাসে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার এবং আগস্ট মাসে ২২২ কোটি ৪১ লাখ ডলার। এরপর সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় এল ২১১ কোটি ডলার। অর্থাৎ বাকি দুই দিনে আরও ১১ কোটি ডলার না এলে গত মাসের তুলনায় এ মাসে প্রবাসী আয় কমে যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্ট মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬০ কোটি ডলার। এবার এসেছে ২২২ কোটি ৪১ লাখ ডলার। অর্থাৎ গত আগস্ট মাসে গত বছরের একই সময়ের তুলনায় ৬২ কোটি ডলার বেশি এসেছে।
সম্প্রতি প্রথম আলো আয়োজিত ‘ব্যাংক খাতকে কোথায় দেখতে চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, টাকা না ছাপিয়ে ও রিজার্ভ থেকে ডলার বিক্রি না করে আর্থিক খাতের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ডলারের বাজার যেভাবে চলছে, এভাবে চললে বাজারে অস্থিরতা থাকবে না। এখন ব্যাংকে প্রবাসী আয়ে ডলারের যে দাম পাওয়া যাচ্ছে, খোলাবাজারে ডলারের দাম তার চেয়ে কম। এই প্রথম এমনটা ঘটছে; এতে ডলারের বাজার স্থিতিশীল হচ্ছে।
বিভিন্ন ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তারা জানান, দাম বাড়িয়ে প্রবাসী আয় কেনার যে প্রতিযোগিতা ছিল, তা কমে এসেছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি কমায় ব্যাংকগুলোর সবার জন্য সমান সুযোগ তৈরি হয়েছে। এতে প্রবাসী আয় বাড়তে শুরু করেছে।
prothom alo