২০২৬ পর্যন্ত থাকছেন কোচ দিদিয়ের দেশ্যামস

  • ক্রীড়া ডেস্ক
  •  ০৭ জানুয়ারি ২০২৩, ২৩:৫৪
২০২৬ পর্যন্ত থাকছেন কোচ দিদিয়ের দেশ্যামস। – ছবি : সংগৃহীত

কোচ দিদিয়ের দেশ্যামসের ওপর আস্থা রেখেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। তাই ২০২৬-এর যুক্তরাস্ট্র, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপ পর্যন্ত দেশ্যামসকে দায়িত্বে বহাল রাখা হচ্ছে।

নিজে অধিনায়ক হিসেবে ১৯৯৮ সালে বিশ্বকাপ ফুটবল ট্রফি এনে দিয়েছেন। এরপর কোচ হিসেবে ফের বিশ্বকাপ জয় ২০১৮ সালে। এজন্য তার প্রয়োজনীয়তা রয়েছে ফ্রান্সের কাছে।

এবার কাতার বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারের ফলে শ্রেষ্ঠত্ব হারায় ফ্রান্স। অবশ্য এরপরও সে মোতাবেকই নবায়ন করা হয়েছে চুক্তি। যদিও শোনা গিয়েছিল কাতারে ব্যর্থতার পর ২০২১-এর ন্যাশনস লিগে ফ্রান্সকে শিরোপা এনে দেয়া এই কোচ সরে দাঁড়াবেন। নতুন কোচ হবেন জিনেদিন জিদান।