১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ে শুধু ভোটের প্রচার চালানো যাবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, নির্বাচনী কাজে বাধা হতে পারে, ভোটারেরা ভোট দিতে নিরুৎসাহিত হতে পারেন, এমন কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন থেকে সকলকে বিরত রাখা বাঞ্ছনীয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণের আগ পর্যন্ত ভোটের প্রচার ছাড়া অন্য রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে কমিশন।
সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকে রাজনৈতিক দলগুলো। দাবি আদায়ে তারা অবরোধ-হরতালের মতো কর্মসূচি দিচ্ছে। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপি মানববন্ধনও করে।
ইসির নতুন নির্দেশনার ফলে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনে থাকা দলগুলো কর্মসূচি পালন করতে পারবে কি না সেই প্রশ্ন তৈরি হয়েছে।