১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দিলো বিএসইসি

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ২১ ডিসেম্বর ২০২২, ১৯:৪৬
১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দিলো বিএসইসি – ছবি : সংগৃহীত

শেয়ারবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেয়া হয়েছে।

বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

ফ্লোর প্রত্যাহার করে নেয়া ১৬৯টি কোম্পানির শেয়ারদর এক দিনে কমার সর্বোচ্চ সীমা নির্ধারণ হয়েছে ১ শতাংশ। ফলে ১০ টাকার নিচে থাকা শেয়ারের দর কমতে পারবে না। ১০ থেকে ২০ টাকা দর আছে এমন কোম্পানির দর একদিনে কমতে পারবে ১০ পয়সা।

বিএসইসির আদেশে জানানো হয়, দরপতনের হারের সীমা কমানো হলেও দর বৃদ্ধির হারের সীমা আগের মতোই এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ হবে।

তবে কোনো কোম্পানির শেয়ারের দর ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে হলে এক দিনে ৮ দশমিক ৭৫ শতাংশ, ৫০০ থেকে এক হাজারের বেশি হলে এক দিনে ৬ দশমিক ৫০ শতাংশ বাড়তে পারবে।