‘১৪ বছরের উন্নয়নের কথা ১৪ ঘণ্টায় বলে শেষ করা যাবে না’

Bangla Tribune

নাটোর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২২

শেখ হাসিনা যা বলেন তাই করেন জানিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য দলের নেতাদের মতো জনগণকে ভোটের আগে মিথ্যা আশ্বাস দেন না। শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করে দেখান।’

১৪ বছরের উন্নয়নের কথা ১৪ ঘণ্টায় বলে শেষ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘গত ১৪ বছরে দেশকে ডিজিটালাইজড করা, করোনা মহামারি মোকাবিলা, পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণ, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসহ সবক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। ফলে গত ১৪ বছরের উন্নয়নের কথা ১৪ ঘণ্টায় বলে শেষ করা যাবে না। অথচ গত ৩৭ বছরে অন্যান্য সরকার কি উন্নয়ন করেছে তা বলতে পারবে না।’

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার গোডাউন চত্বর এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সিংড়াবাসীকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আজ আমি জনতার আদালতে দাঁড়িয়েছি। আমাকে যে প্রত্যাশা নিয়ে এমপি বানিয়েছেন গত ১৪ বছরে আমি তার কতটুকু করতে পেরেছি, তা আপনারা বিবেচনা করুন। যদি মনে করেন, আপনাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছি তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট চাই।’

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চায়না রেলওয়ে আন্তর্জাতিক কোম্পানি লিমিটেডের বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি জাং জিয়াওলিয়াং বলেন, ‘চীন বাংলাদেশের এক উন্নয়ন সহযোগী। বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। আর বন্ধুরাষ্ট্র হিসেবে শুধু উন্নয়নেই নয় বরং বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও সামাজিক ও মানবিক সহায়তায় চীন বাংলাদেশের পাশে আছে। দীর্ঘদিন ধরেই বন্ধু হয়ে চীন বাংলাদেশের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।’

অনুষ্ঠানে সিংড়া পৌর এলাকার শীতার্ত দুই হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিন দিনে উপজেলায় ১১ হাজার ৬০০ কম্বল বিতরণের কথা জানান আয়োজকরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সভাপতি ডালিম আহম্মেদ ডন এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।