অনলাইন ডেস্ক
(১৪ ঘন্টা আগে) ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ৭:১৯ অপরাহ্ন
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে পিয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। গতকাল সোমবার থেকে দেশে আসতে শুরু করেছে ভারতীয় পিয়াজ। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দুদিনে আমদানির এক হাজার ২৮৮ টন পিয়াজ বাংলাদেশে এসেছে। মোট চার লাখ ৩৩ হাজার টন পিয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের পিয়াজ আমদানি নিয়ে সবশেষ তথ্যে বিষয়টি জানানো হয়।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সম্প্রতি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্যে পিয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। তবে সরকার ভারত থেকে পিয়াজ আমদানির অনুমতি দেওয়ার পরই দেশের পাইকারি বাজারে দাম কমতে শুরু করে।
গত রোববার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, পিয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।