১০ মাসে ৪০২০ কোটি ডলারের পণ্য রফতানি

logo

নয়া দিগন্ত অনলাইন

 

১০ মাসে ৪০২০ কোটি ডলারের পণ্য রফতানি
১০ মাসে ৪০২০ কোটি ডলারের পণ্য রফতানি|সংগৃহীত

বাংলাদেশ চলতি অর্থবছর ২০২৪-২৫ সময়ে (জুলাই-এপ্রিল) দশ মাসে ৪ হাজার ২০ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এতে দেখা যায়, গত বছরের এই সময়ের তুলনায় রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।

বিগত অর্থবছরের একই সময়ে ৩ হাজার ৬৬১ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করতে সক্ষম হয়েছিল দেশের রফতানি খাতগুলো।

চলতি বছরের শুধু এপ্রিলেই রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩০১ কোটি ডলারে, যা আগের অর্থবছরের এপ্রিলের ২৯৯ কোটি ডলারের তুলনায় শূন্য দশমিক ৮৬ শতাংশ বেশি।

বরাবরের মতো, তৈরি পোশাক (আরএমজি) খাত রফতানির ক্ষেত্রে তার শীর্ষস্থান ধরে রেখেছে। খাতটি থেকে ৩ হাজার ২৬৪ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। ২০২৫ সালের এপ্রিলে তৈরি পোশাক পণ্যের রফতানির পরিমাণ ছিল ২৪০ কোটি ডলার, যা ২০২৪ সালের এপ্রিলে ছিল ২৩৮ কোটি ডলার। এতে দেখা যায় মাসিক প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here