‘১০০’ শিরোপা রিয়াল মাদ্রিদের

logo

স্পোর্টস ডেস্ক

(১৯ ঘন্টা আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১২:৪৬ অপরাহ্ন

mzamin

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে আল হিলাল এফসি পুঁচকেই। ধারে ভারে পিছিয়ে থাকলেও লস ব্লাঙ্কোদের মোকাবিলায় জম্পেশ লড়াই করেছে সৌদি আরবের ক্লাবটি। রিয়ালের পাঁচ গোলের বিপরীতে তিনবার লক্ষ্যভেদ করেছে সৌদির প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলা আল হিলাল। লস ব্লাঙ্কোদের চ্যালেঞ্জ জানালেও অবশ্য জয় পায়নি সেমিতে ফ্লামেঙ্গোকে হারিয়ে ইতিহাস গড়া ক্লাবটি। শনিবার ৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। এতে অনন্য এক মাইলফলক স্পর্শ করে লস ব্লাঙ্কোরা।
মরক্কোর প্রিন্স মওলা আব্দেল্লাহ স্টেডিয়ামে ফাইনালের ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার অ্যাসিস্টে গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিউস জুনিয়র।

১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। তার ৮ মিনিট পরে ম্যাচে ফেরার চেষ্টায় ব্যবধান কমায় আল হিলাল এফসি। গোলটি করেন ফরাসি স্ট্রাইকার মৌসা মারেগা। বিরতির পর ৫৪তম মিনিটে ব্যবধান বাড়ান রিয়ালের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।

তার চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-১ করেন ভালভার্দে। ৬৩তম মিনিটে ফের ব্যবধান কমায় আল হিলাল। অ্যারাবিয়ান ফুল-ব্যাক সৌদ আব্দুল হামিদের পাসে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার লুসিয়ানো ভিয়েত্তো। ৬৯তম মিনিটে স্কোরলাইন ৫-২ করেন ভিনিসিউস। দশ মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল করেন আল হিলালের ভিয়েত্তো। বাকি সময়ে একাধিকবার আক্রমণ করেও জালের দেখা পায়নি আল হিলাল। এতে ৫-৩ গোলে ম্যাচ নিষ্পত্তি হয়। 

নিজেদের ইতিহাসে ১০০তম শিরোপার স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ। একশো শিরোপার মধ্যে লস ব্লাঙ্কোদের ৩৫টি লা লিগা, ১৯টি কোপা দেল রে, ১২টি স্প্যানিশ সুপারকাপ এবং ১৪টি চ্যাম্পিয়নস লীগ রয়েছে। আর এটি রিয়ালের পঞ্চম ক্লাব শিরোপা। ইউরোপিয়ান এবং লাতিন চ্যাম্পিয়নদের নিয়ে আগে যে ইন্টারকন্টিনেন্টাল কাপ হতো, যেটি ক্লাব বিশ্বকাপেরই মর্যাদা পেতো, সেটিসহ বিবেচনায় নিলে রিয়ালের এটি অষ্টম শিরোপা।

এদিকে কোচ হিসেবে তিনবার ক্লাব বিশ্বকাপ জিতে পেপ গার্দিওলার রেকর্ড স্পর্শ করেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার কার্লো আনচেলত্তি। এই ইতালিয়ান কোচ অবশ্য দলের সাফল্যে উচ্ছ্বসিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা খুব খুশি। অষ্টমবারের মতো রিয়াল মাদ্রিদ বিশ্ব চ্যাম্পিয়ন হলো। দারুণ খেলেছি আমরা। বিশেষ করে আক্রমণভাগে দুর্দান্ত ছিলাম। ভিনিসিউস, বেনজেমা, ভালভার্দে… সবাই খুব ভালো করছে। নিজেদের স্কিল ও মান দেখাতে পেরেছে তারা। সবমিলিয়ে দারুণ ছিল।’

আনচেলত্তি বলেন, ‘এখানে (ক্লাব বিশ্বকাপে) আমাদের দারুণ সময় কেটেছে। ট্রফি নিয়ে ঘরে ফিরছি আমরা। আমার মনে হয়, আমাদের পারফরম্যান্সে উন্নতি হচ্ছে। রক্ষণে কিছু ভুল ছিল, যা এড়ানো যেতো। তবে আক্রমণভাগ দুর্দান্ত খেলেছে।’