হলে হলে ফিরে গেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা টিএসসিতে বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচি শেষে হলে ফিরেছেন। রবিবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তারা হলে ফিরে যান।

এর আগে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রত্যেকটি হল থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বেরিয়ে এসেছে মিছিল-স্লোগান দিতে থাকেন। মেয়েদের সবগুলো হলের তালা ভেঙে বাহিরে বেরিয়ে আসেন ছাত্রীরাও। এছাড়া ছাত্রলীগের বিভিন্ন পদ থেকেও পদত্যাগ করার হিড়িক পড়ে।

ক্যাম্পাসের একাধিক সূত্র জানিয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গণহারে রাজাকারের ‘নাতি-নাতনি’ বলে রবিবার সংবাদ সম্মেলনে ভর্ৎসনা করেন প্রধানমন্ত্রী। তার এই বক্তব্য সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ক্ষোভে অনেক ছাত্রলীগ নেতাও বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস কমিটি থেকে পদত্যাগ করছেন।