হঠাৎ লঙ্কা প্রিমিয়ার লিগে শরীফুল

লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম

গত মৌসুমে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন শরীফুল ইসলাম। এবার ড্রাফটে দল না পেলেও শেষ পর্যন্ত এলপিএল খেলার সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ক্যান্ডি ফ্যালকনসের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে ডাক পেয়েছেন শরীফুল।

গতকাল হুট করেই আসা সুযোগে ইতিবাচক সাড়া দিয়েছেন এই বাঁহাতি পেসার। আজ তাঁর দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কা যাওয়ার কথা। ১ জুলাই শুরু হওয়া এলপিএলে শরীফুলের দল ক্যান্ডি এর মধ্যে ২টি ম্যাচ খেলে ফেলেছে, ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে দলটি আছে পয়েন্ট তালিকার ৩ নম্বরে।

শরীফুল ছাড়াও এবারের এলপিএলে খেলছেন আরও তিন বাংলাদেশি—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। মোস্তাফিজ ও হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে, তাসকিন কলম্বো স্ট্রাইকার্সে।

সাকিব–তাসকিনরাও খেলছেন দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে
সাকিব–তাসকিনরাও খেলছেন দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগেপ্রথম আলো

জুলাই মাসে বাংলাদেশের আরও অনেক ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। গতকাল তিনি টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছেন। শরীফুল এলপিএল শেষ করে যোগ দেবেন কানাডার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here